চোরা না জানে ধর্মের কাহিনী,
সদাই করে চুরি রাহাজানি ।
তাদের ধর্ম অধর্ম নাই মানামানি
ওরা না জানে সভ্যতা জানেনা ভভ্যতা
শুধুই জানে নারকীয় অসভ্যতা ,
ওদের আচরণ কেবল বর্বরতা
ওরা বাহ্যিক দেখায় মিত্রতা ।
ওদের ব্যবহারে দেখি সখ্যতা
ওদের মনের মধ্যেই পাশবিকতা ।
লোক দেখন্ত নারীদের দেয় মান্না
মনের মধ্যে ওদের সদাই অশালীনতা ।
মনের মধ্যে ওদের সদাই শয়তানী
ওরা মনে মনে ক্ষণ গুনে ।
ওরা মা বোন সম্পর্ক না মানে ,
চরিত্র নোংরা ওরা নরকে নামে ।
লজ্জা শরম নাইকো ওদের ভয়
ওরা সদাই মাদকাশক্ত রয় ।
টাকার এপিঠ ওপিঠ সদা সমান হয় ,
ওদের বাঁচার মরার নাইকো ভয় ।
************
রাত্রি - ১০ : ২৫ মিনিট।
১৮ / ০৮ / ২৪ রবিবার।
কোলকাতা ।