দুঃখ তুমি যেওনা চলে চির সাথী মোর ,
জন্মাবধি সাথে আছো থাকো জীবন ভোর ।
ক্ষণিকের সুখ আমি চাইনা চাইনা চাইনা ,
সুখ মোর কোনদিনও ভাগ্যে সয়না ।
দুখ আমি সারাজীবন তোমায় সইতে পারি ,
ক্ষণিকের সুখ আমি আর সইতে নারি ।
দুঃখ তুমি সাথে থাক বিধাতা দিয়েছেন সহিবার ,
তুমি যদি যাও ছেড়ে , ছেড়ে যাবে স্নেহ-মমতা ,ভক্তি-শ্রদ্ধা ,আর ।
দুঃখ তুমি শিখায়েছ সভ্যতা ,ভদ্রতা ,সহবৎ ,শালিনতা ,
সুখ থাকলে ভুলে যাই শিক্ষা ,দীক্ষা ,ভালোবাসা ,সৌজন্যতা ।
সুখ সাথে থাকে যদি সম্পর্কের হয় যে বিচ্ছেদ ,
সুখ সাথে থাকে যদি ভুলে যাই মা -বাবা ,ভাই -বোনের সাথে
অন্যের ভেদাভেদ  ।
সুখ সাথে থাকে যদি ভাই -বোন ,আত্মীয় ,মা-বাবাকে  ভোলা যায় ,
সুখ যতদিন থাকে বন্ধু বান্ধব ,শ্বশুরালয় ভোলা নাহি যায় ।
সুখ তুমি সাথে থাকো যতদিন বন্ধু বান্ধব ,শ্বশুরালয় পরম হিতৈষী হয় ,
তুমি ছেড়ে গেলে শ্বশুরালয়ের মতো পরম মিত্র ও পর হয়  ।
দুঃখ তুমি থাকো পাশে ,থাকো সাথে সাথে চিরদিন ,
স্নেহ ,ভক্তি , শ্রদ্ধা ,ভালোবাসা , সম্পর্ক ,কর্তব্য,না ভুলি কোনদিন ।
সুখে থাকলে পরে মাতা -পিতা ,ভ্রাতা -ভগিনী ,মনে নাহি রয় ,
দুঃখের দিনেতে তাদের মনে পড়ে যায় সুনিশ্চয় ।
দুঃখই আমার জীবন সাথী  ,আমি দুঃখই ভলোবাসি ,
দুঃখেতে এই জীবন গড়া ,দুঃখকে আর ভয়টা কি ।


      🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
দুপুর -১২:৫৫মিনিট ॥
১৯ /০৬ /২০১৭ সোমবার ।
ডেবরা = মেদিনীপুর ।