ঝলঝল করে রাইয়ের  শাড়ীর আঁচল ,
ঝলকে ঝলকে উঠে যমুনার  জল ।

ঝরঝর ঝরে ঐ শ্রাবণের ধারা ,
ঝলকি ঝলকি উঠে মেঘরাজ পারা ।

ঝুমঝুম নাচে ঝুমুর ,ঝুমুর বেঁধে পায় ,
ঝমঝমিয়ে বৃষ্টি এলো বিজুরী ঝলকায় ।

ঝন্টুবাবু পা ঘসে ঝামা দিয়ে ,
ঝর্ণার জল পড়ে ঝর্নার গায়ে  ।

ঝমকা খেয়ে পড়ে ঝিলিকের বাবা ,
রৌদ্রে ঝলসে গিয়ে ঝিমরী হাবা গবা ।

ঝকঝক করে ঐ রুপোর থালা ,
ঝলমল করে গলে কৃষ্ণের মালা  ।

ঝুলনে ঝুলিছে ঐ রাই শ্যামরায় ,
ঝাউ গাছে ঝড় বয় মাথা গুলি,ঝুঁকায়।

ঝিকমিক জ্বলে  দূর আকাশের তারা ,
ঝিমঝিম বৃষ্টি পড়ে আঁধার হোল পাড়া ।

ঝুমকো দুল ঝুলে ঝিনুকের কানে  ,
ঝাঁপিয়ে বৃষ্টি নামে এ ঝরা  শ্রাবণে ।

ঝনন ঝনন বাজে পায়েলিয়া পায় ,
ঝুপ করে ঝাঁপ দেয় ঝরোকার গায় ।

ঝুড়ি ঝুড়ি আম আছে ঝুড়ি  ভরে ,
লক্ষ্মীর ঝাঁপি খানি ঠাকুরের ঘরে   ?