পাতাগুলি ঝরে যাওয়ার আগে -
                    বলেছিলো বৃক্ষকে ,
আমরা ঝরে গেলাম বলে নিজেকে-
         নিঃস্ব  ভেবোনা মুষড়ে পড়োনা শোকে ।


পাতার কথা শুনে বৃক্ষ মাথা উঁচু করে আকাশে ,
             মাটিতে দাঁড়িয়ে রক্ত মাংস হীন কঙ্কাল ,
হাত প্রসারিত করে তাকিয়ে আকাশের দিকে -
                         পাতা ঝরে  পড়া সমস্ত ডাল ।


হেমন্তের শেষ লগ্নে নিঃশব্দ পায়ে -
            বসন্ত এলো যখন দোর গড়ায় ,
অবাক চোখে দেখি সেই কঙ্কাল ডাল গুলো -
                 ভরে হাজারো সবুজ কিশলয় ।


তলায় পড়ে  হলদে  বর্ণহীন   পাতাগুলোই -
                     দিয়েছে সৌন্দর্যের অনুভব  ,
আর সুন্দর সবুজ অরণ্যে  রেখে গেছে -
                    বসন্তের নবীন গৌরব ।


             ****************


বেলা - ১১ : ৪১ মিনিট ।
৩০ / ০৩ / ২০২০  সোমবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।