ভোরের কাকলী ডাকে আয় আয় আয় ,
প্রভাতে অরুন প্রভা সোনা রোদ ছড়ায় ।
সূর্যমূখী খুলেছে পাপড়ী তাহার ,
লজ্জাবতী লতা খোলে পাতার বাহার ।
বসন্তের মিঠে রোদ কি যে মিষ্টি ,
সমীরণ বয়ে যায় হাসে সৃষ্টি ।
ডালে ডালে সুরভিত আম্র মুকুল  ,
হিল্লোলে খায় দোল  পলাশ শিমুল ।
দীঘি ভরা জল যেন করে টলটল ,
পাতার  বাহার মেলে ফুটে শতদল ।
শাপলা শালুক হাসে দীঘি ভরা জলে ,
মরাল মরালী জলে ভাসে হেলে দুলে ।
ডালিয়া হাসনুহানা হাসে চোখ মেলে ,
চাঁপা গন্ধরাজের গাছে রোদ লুকোচুরি খেলে ।
মাধবী আর মালতীতে করে মাতামাতি ,
প্রেমালাপ করে সেথা কপোত কপোতী ।
বাঁশের বাঁশীতে সুর ধরেছে রাখাল ,
গোচারনে চরে না আর গোধনীর পাল ।
শিমুলে পলাশে রাঙা আবীর ঢালে ,
কৃষ্ণচূড়ায় ফাগুন হোলী খেলে ।
দোয়েল কোয়েল বসে শিষ দেয় গাছে ,
বুলবুলি ডালে ডালে নাচে গাছে গাছে ।
ফাগুনে আগুন জ্বালে কিংসুক ফুল ,
বিহগ বিহগী বনে প্রেমেতে আকুল ।
  
  ****************
বিকাল -৩ :৫০ মিনিট ।
০৫ /০৩ / ২০২০ বৃহস্পতিবার ।
কেরানিটোলা = মেদিনীপুর ।