দয়ার সাগর নামে তুমি বিদিত ভূবনে ,
জ্ঞানের আলো তুমি দেখালে জগজনে  ।
ভাষার জনক তুমি সবাই তা জানে ,
দিয়েছো জ্ঞানের বাতি সবাকার মনে ।
জ্ঞানের ভাস্কর তুমি করুণা  অপার ,
তাই বাংলা ভাষা জ্ঞান লভে বিশ্ব চরাচর ।
বর্নপরিচয় ,বোধদয় ,ধারাপাত ,রচিলে
                         তুমি সহজ সরল ,
কুপ্রথার অন্ধকারে জ্ঞানদীপ অনল ।
নারী শিক্ষার প্রবর্তন করিলে যে তুমি ,
আজি জন্মদিনে তোমায় সতত প্রনমি ।
সমাজ সংস্কারক তুমি বিদ্যাসাগর মহান ,
বিধবা বিবাহের দেশে করলে প্রচলন ।
মাতৃভক্তির একমাত্র পরাকাষ্ঠা তুমি ,
মায়ের ডাকে পার হলে ভরা দামোদর খানি ।


         *****************
বেলা - ১১ :০৭ মিনিবাস।
২৬ /০৯ / ২১  শনিবার।।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।