শুদ্ধাচার ,শ্রদ্ধা-ভক্তি ,সৎ ইচ্ছা ,সৎগতি ,
মনুষ্যত্ববোধ ,বিবেচনা ,দায়িত্ব,
কর্তব্য ,মানুষের চলার সাথী ।
এইগুলির অভাব থাকে যার নষ্টমতি ,
নয় সে মানুষ ,মানুষাকার পশু একটি ।
সামাজিকতা ,শালিনতা ,শিষ্টাচার ,
সহবৎ ,মনুষ্যত্ববোধ ,নেই যার -
মনুষ্যত্ব সমাজের বহির্ভুত ,
নরকুলের কুলাঙ্গার ।
জগৎ জনে ভালবাসা মানুষের ধর্ম ,
আপন জনে ভালবাসা মুনষ্যের কর্ম ।
থাকলে দয়া প্রেম ,অনুভুতি ,
সে সবার নিকট প্রিয় অতি ।
স্নেহ ,মমতা ,কষ্ট ,উপলব্ধি থাকে যার ,
সে মনুষ্য জগতে প্রিয় সবাকার ।
শোন ওহে মানুষ ভাই ,
সবার উপরে মানুষ সত্য -
এর উপরে আর কিছু নাই ।
♥♥♥♥♥♥♥♥
বেলা -১:৩০মিনিট ।
১৭/১১/২০১৯ রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।