চঞ্চল মন কে জানে কখন হয় আনমন ,
কে জানে কোথায় ছুটে চলে যায়,না মানে বারন ।
না মানে শাসন ,শুনেনা বারন ,ছুটে হেথা হোথা ,
কি হবে কি জানি ,মানি বা না মানি ,ভেবে পাই ব্যাথা ।
চঞ্চল সদা ,করে ছটফট ,কি করে কখন ,
ভেবে ভেবে সারা ,হয়ে দিশে হারা ,কখন কি মন ।
ভেবে  কার কথা ,কে রাখে বারতা ,
তারে বুঝাবারে যাই ,না বুঝে সে কথা ।
পূজিবারে যাই ,না পারি পূজিতে  ,
দেব কি দেবী ,না পারি বুঝিতে ।
না মানে বারন ,সোহাগ ,শাসন ,
ভাবে যে যেমন ,চিন্তা মগন ,যখন তখন ।
ভয়ে ভয়ে মরি ,কি জানি কি করি ।
বলি বলি করি ,বলিতে না পারি ।
মারি কিনা মরি ,হৃদয় বিদরি ,
চঞ্চল মন সবই বিস্মরী ,ভেবে সদা মরি ।


           ***********
বিকাল - ৩:১২ মিনিট ,
২৪ /১২ /২০১৮সোমবার ,
কলকাতা ।