কলিতে গৌরাঙ্গরূপ করিযা ধারণ ,
মর্ত্যভূমে অবতীর্ন হলেন নারায়ণ  ।
হরি হয়ে হরির নাম বিলায় ঘরে ঘরে ,
অপার মহিমা তার বুঝতে কেবা পারে ।
জয় রাধা গোবিন্দ নাম বিলায় দ্বারে  দ্বারে ,
পাপী তাপী উদ্ধারিতে নদীয়া  নগরে ।
জনে জনে নাম বিলায় নদের নিমাই ,
সেই নামে উদ্ধারিল জগাই আর মাধাই ।
কৃষ্ণবর্ন গৌউর হয়ে এলেন নদীয়ায় ,
জয় রাধে গোবিন্দ বলে জগৎ মাতায় ।
দুই নয়নে প্রেমের ধারা বক্ষ ভেসে যায় ,
নদীয়ার পথে পথে হরির নাম বিলায় ।
আমার দয়াল গৌউর নামএনেছেন নদীয়ায় ,
এইনাম কে নিবিরে আয় আয়রে ছুটে আয় ।
নামে মৃতে প্রাণ পায় শীলা জলে ভেসে যায় ,
বোবায় কথা বলে বধির শ্রবন শক্তি পায় ।
নামের অপার মহিমা নাহি তার সীমা ,
চোক্ষে প্রেমের ধারা  নাহি মানে মানা  ।
ধূলি'পরে গড়াগড়ি যান গৌউর হরি ,
নাম মুখে নিলে নয়নে বহে প্রমের বারি ।
মুখে হরি বোলে নাচে দু'বাহু তুলে ,
ঐ নাম মুখে নিলে জগৎ যায় ভুলে ।
রাধা রাধা বলে নিমাইয়ের বক্ষে প্রেমের বান ,
শ্রীবাস আঙ্গিনার মাঝে  নিমাই ধূলিতে লুটান ।


**********************
সকাল --১০ :৩৩ মিনিট ।
২৬ /০৭ /২১ সোমবার ।
রবীন্দ্রনগর  =মেদিনীপুর ।