বিয়াল্লিশটি তরতাজা গোলাপ হায় মাটিতে লুটায় ,
   প্রস্ফুটিত তাজা গোলাপ ধূলিতে গড়ায়।


কথা ছিল আসবে ফিরে কোলে গর্ভধারিনীর ,
নিয়তী  সাধিল বাদ ,ফিরাতো হলোনা আর ,
     ঘুমিয়ে পড়লো  কোলে স্বদেশ জননীর ।


বুকে তুলে নিল মাতা ,বিয়াল্লিশটি গোলাপের মালা ,
তাজা রক্তে বুক ভাসে ,হানিল বুকে শেল সম জ্বালা ।
মা'র কোল খালি হলো  খালি পিতার বুক ,
কন্যা হলো পিতৃহারা , ভাই-বোন হতাশায় উৎসুক ।
চিরতরে মুছে গেল সতীর সিঁথিতে রাঙ্গা সিঁদুর ,
স্বামীহারা হলো ধ্বনি ,বুক ভরে বেদনা বিধুর ।
বিচ্ছেদ বেদনায় ভেঙ্গে পড়ে প্রতি বেশী ,জনগন ,
বাড়ী ফিরে এলো ছেলে হয়ে কাফিনে বন্দি যখন ।
কাফিনেতে ঢাকা জাতীয় পতাকার 'পরে গোলাপের মালা ,
কফিন জড়িয়ে কাঁদে জননী ,প্রিয়া ,ভ্রাতা ,ভগিনী  ,বালা  ।


পুত্রহারা পিতা ক'ন শহীদ ছেলের তরে গর্বে  বুক ভরে ,
কণিষ্ঠ ছেলেরে মোর  পাঠাইব পুনঃ যুদ্ধের তরে ।
শহীদ পুত্র লাগি শোকাচ্ছন্ন পিতার বুক করে হাহাকার ,
তবুও কনিষ্ঠ পুত্রেরে পাঠাবে যুদ্ধে করলো অঙ্গীকার ।
স্বদেশের লাগি পুত্র মোর দিল আত্ম বলিদান ,
নাহি মোর দুঃখ ,খেদ ,গর্বে মোর ভরে উঠে প্রাণ  ।


দেশের স্বার্থ ,দশের স্বার্থ ,সবার স্বার্থ  লাগি ,
পুত্রেরে পাঠাব যুদ্ধে , স্বদেশ হীতে ,নিজ স্বার্থ ত্যাগি ।


              ❤❤❤❤❤❤❤❤


সন্ধ্যা ৭:২৮ মিণিট ,
১৬/০২/২০১৯ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।