আবেগে ,আবেশে ভরা ও দু'টি  নয়ন ,
মনে কি পড়ে তোমার  সেদিনের কথা সুরঞ্জন !
সেদিন মাধবী রাতে কুসুমে পল্লবিত লতা ,
হাতে হাত রেখে দিয়ে ছিলে কথা ।
বলেছিলে হব তোমার জীবন সঙ্গীনি ,
আজ  সেই কথা তোমার মনে কি  পড়েনি ?
দেখাদিয়ে চলে যাও  চোখের আড়ালে ,
ভালবেসে কেন তুমি আমায় কাঁদালে  !
সুখ দুঃখমিলে মিশে এক হয়ে যায় ,
হৃদয়ের ভালবাসা আজ বুঝি অতলে তলায় ।
ছিলাম একা ,ভাল ছিলাম ,কেন তুমি এলে ,
ভালবেসে ,কাছে এসে ,হৃদয় ভরালে ।
ভেবেছিলাম তুমি মোর ভালবাসার আপনজন ,
আজ দেখি তুমি সুদূরের ভিনদেশী  আনজন ।
আগেকার সেই তুমি আজ আর সেই তুমি নেই ,
হৃদয় তোমার শুষ্ক মরুভূমি শুধু বালুকাময় ।
রূপ ,রঙ ,হাসি ,খুশী,শেষ করে হয়েছো অর্বাচিন ,
সব কিছু শেষ করে হয়ে গেছ পরিচিত হীন ।
চলে যাও দূর হতে আরো আরো বহুদূরে ,
কখনো ,কোনদিনো আর এসোনা সম্মুখে ফিরে ।
কথা দিয়ে কথা রাখনি  তুমি সুরঞ্জন ,
নিজের অজান্তেই হয়ে গেছ অন্য কোন ভিন  জন ।


             💙💙💙💙💙💙💙💙💙
                  💙💙💙💙💙💙
                       💙💙💙💙
                            💙
সকাল -৮:২৫ মিনিট ,
১৭/০৩/২০১৯রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।