টগবগ টগবগ ,টগবগ টগবগ ,ঘোড়া ছুটেছে ,
টাট্টু ঘোড়ায় চড়ে খোকা কোন দেশে যাচ্ছে  ।

টুঙ্ টাঙ্ ,টুঙ্ টাঙ্ ,পিয়ানো বাজে তাথৈ তাথৈ খোখন নাচে ,
টিকটিক টিকটিক ঘড়ির কাঁটা চলছে নিজের কাজে ।

টুকিটাকি জিনিস গুলি গুছিয়ে রাখো ভালো করে ,
টেনী মাসী  জিনিষ গুলো ঝাঁট দিয়ে ফেলে নাহলে ।

টিমটিম টিমটিম আলোর বাতি সাঁঝের বেলা জ্বলে ,
ট্যাঁকস ট্যাঁকস কথার বুলি বুড়ীমা কপচালে  ।

টুম্পা ,টুনি ,কিনতে গেল  ট্যাঙাইল শাড়ী ,
টিয়া দিদির বোনের বিয়ে যাচ্ছে  বাপের বাড়ী  ।

টাক মাথায়  দাদু বেলতলায় যায় ,
টপ করে বেল পড়ে দাদুর টাক মাথায়  ।

টেনেটুনে পরীক্ষাতে ট্যাঙা পাশ করে ,
ট্যামক দেখিয়ে সে হোঁচট খেয়ে মরে  ।

টুকটুকি পরেছে টীয়া রঙ শাড়ী ,
টাটা নগর থেকে এলো চড়ে ট্রাম গাড়ী ।

টলটল করে ঐ পদ্মপাতায় জল ,
টলমল পায়ে  খোকা হাঁটছে কেবল ।

টুকু ,ট্যাপা ,মেঝেতে বসায় টাইল ,
টেবিলে রেখেছে বই টুলেতে ফাইল ।

ট্যাঙরা মাছ খেতে ভাল কাঁটা বেশী নেই ,
ঘোমটা  মাথায় ডুব দেয় পাড়ার বৌ টাই  ।


           🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

বেলা - ১:১৬ মিনিট ॥
০৮/০৮/২০১৯ বৃহস্পতি
কেরাণিটোলা = মেদিনীপুর ।