মাত্রাবৃত্ত ছন্দঃ


আমরা আগেই জানি যে মুক্ত স্বর সব ছন্দে এক মাত্রা।
কিন্তু বদ্ধস্বর ভিন্ন ছন্দে ভিন্ন রূপ ধারণ করে।


স্বরবৃত্ত ছন্দেঃ বদ্ধস্বর ১ মাত্রা
অক্ষরবৃত্ত ছন্দে আদি ও মধ্যে এক মাত্রা অন্তে ২ মাত্রা


কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে


বদ্ধস্বর সব জায়গাতেই দুই মাত্রা পাবে


আমরা জানি দুই বা তার অধিক যেমন ৩ ও ৪ টি বর্ণ নিয়েও কিছু কিছু বদ্ধস্বর হয়। তবে বেশিরভাগ বদ্ধস্বর-ই দুই বর্ণের হয়ে থাকে। তাই কয়েকটি শব্দকে ব্যতিক্রম ধরে নিলে, এবং সবার জন্য বিষয়টি সহজ করার জন্য


মাত্রাবৃত্ত ছন্দকে বর্ণ বৃত্ত ছন্দও বলা যায়


আর আমরা যদি বর্ণবৃত্ত বলি


তবে বাংলা বর্ণমালার সব বর্ণ,  বর্ণবৃত্ত ছন্দে এক মাত্রা ধরবো


ক, খ, গ, ঘ
ঃ, ং, ৎ
এক মাত্রা


ঁ মাত্রাহীন মানে এর কোনো মাত্রা নেই।


এ বিষয়টি সবাই মনে রাখবেন।


ঐ, এবং ঔ বর্ণবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দে সব সময় ২ মাত্রা পাবে


ঐ=অই
ঔ=অউ
ঐ এবং ঔ যদি কার হিসেবেও শব্দে সংযুক্ত হয় তবে তা মাত্রা পাবে। যেমন ঃ কৈ= দুই মাত্রা
বৌ= দুই মাত্রা


এই দুটি কার ছাড়া অন্য কোনো কার মাত্রা মর্যাদা পাবে না।


যেমন, া ু ে ো ূ ৃ


এগুলো মাত্রা মর্যাদা পাবে না


শব্দের প্রথমে যুক্র বর্ণ সংযুক্ত (স) বর্ণ ছাড়া আলাদা মাত্রা পাবে না।
শব্দের প্রথমে ফলা যুক্ত বর্ণ বাড়তি মাত্রা পাবে না।


যেমন প্ল  প্র গ্ল শব্দের প্রথমে এসব যুক্ত বর্ণ এক মাত্রা ধরা হবে কার সহ বা কার মুক্ত


কিন্তু শব্দের মাঝে
যুক্ত বর্ণ ও ফলা যুক্ত বর্ণ দুই মাত্রা পাবে


কিন্তু শব্দে ব -ফলা যদি দ্বিত্বতা না ঘটায় তবে কোনো মাত্রা পাবে না


যেমন


কার্বন= এখানে র- ফলাও মাত্রা পাবে অর্থাৎ কারবন=৪ মাত্রা
যা স্বরের হিসেবেও কার+বন=৪
কার বদ্ধস্বর দুই মাত্রা
বন বদ্ধস্বর দুই মাত্রা
আবার বর্ণের হিসেবেও কার+বন= ৪ বর্ণে ৪ মাত্রা


এবার আসি ব-ফলায়


উজ্জ্বল = এই শব্দে ব-ফলা মাত্রাহীন কারণ এটির কোনো দ্বিত্বতা ঘটায় নি কিন্তু সংযুক্ত জ্জ= যুক্ত বর্ণ হিসেবে মাত্রা পাবে


আবার বদ্ধ স্বর হিসেবেও উজ+জল= ৪ মাত্রা পাবে


বর্ণ হিসেবে উ=১=জ্জ্ব=২=ল=১=৪ মত্রা


এবার আসি মাত্রাবৃত্ত ছন্দের পর্বের ধারণায়


মাত্রা বৃত্ত ছন্দে


৪, ৫, ৬, ৭ মাত্রার মূল পর্বে লিখা হয় সাধারণত


৪ মাত্রার মুল পর্বের উদাহরণ


আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাটু জল থাকে


৪+৪+৪+২


৫ মাত্রার উদাহরণ


কৃষ্ণকলি কৃষ্ণকলি
শোন না মেয়ে তোকেই বলি


৫+৫
৫+৫


৬ মাত্রার উদাহরণ


অইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে
তিরিশ বছর ভিজিয়ে রেখেছু দুই নয়নের জলে


৬+৬+৬+২


৭ মাত্রার উদাহরণ


কাকডাকা ভোরে সে           ছুটে চলে রোজ
    এগলি-ওগলিতে            কাজ করে খোঁজ
৭+৬


লেখার ভেতর কোণ ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই --