সেপ্টেম্বর ১১, ২০০১ (৯/১১)
            (স্বতন্ত্র সনেট)
           ড. রাজু ভৌমিক


সেদিন মঙ্গলবারে, কোন অমঙ্গলে,
উস্রান্তরে, এক কণীচির দাবানলে;
পুড়েছে কতই, ভেসেছে চোখের জল,
শূন্য মায়ের কোল, খালি তার আঁচল।


হাজারো প্রানের আর্তনাদে, পুররোধ!
রেহাই পাননি কেউ, সুবোধ-অবোধ;
বিশ্ববানিজ্য কেন্দ্র, করলো ধুলিস্বাত;
শয়তানের কি হলো, শেষ বাজিমাত?


আমেরিকা হলো স্তব্ধ, বিশ্ববাসী মিলে,
পাল্টা আঘাতে জর্জরিত, শত্রু বিফলে;
  মান অক্ষুন্ন, এ মুক্ত ও বীরের দেশ,
  স্বর্গরাজ্য, সফলতার নেইতো শেষ।


  এই দিন খানি কভু ভুলিবার নয়,
  অসত্যের দমন, সত্যের যে বিজয়!


০৯/১১/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক