একটি সড়ক দুর্ঘটনা (স্বতন্ত্র সনেট)
           ড. রাজু ভৌমিক

অস্ত্রধারী চালক সে, নিয়ে এক গাড়ী,
মদ্যপ্য রাস্তা, পাঠাবে ও যমের বাড়ী;
ঠীকাদারি দুর্নিতি, রাস্তায় মনু বেশী,
“সবি আছে ঠিক”, বলে মন্ত্রী দেয় হাসি।

এভাবে আর কত চলবে মৃত্যুনৃত্য!
প্রতিবাদ কি পারবে, ভাঙতে এ বৃত্ত?
মন্ত্রী চুপ, জনতা চুপ, দু-এক ছাত্র,
মৃত্যুজ্বালায় হাহাকার এ রণক্ষেত্র!

অকারনে প্রান যায়, দিন হয় নিশি,
জন্মান্ধ মন্ত্রীর তাই খিলখিলি হাসি;
স্লোগান দেয় সে, “ভাই-বোনেরা আমার”
মন্ত্রী এখন, তোদের নেই দরকার।

ধরিত্রি মাগো দেখো তাদের ক্ষমতা
তোর বুকে জন্ম, কিন্তু মন্ত্রী নেয় মাথা।

৭/৩০/২০১৮
ম্যানহাটন, নিউইর্য়ক