উপদেশ-১ (স্বতন্ত্র সনেট)
     প্রফেসর ড. রাজু ভৌমিক


বিশ্বাস করো মন, আমৃত্যু সুধীজনে,
শিশুসুলভ সারল্যে, বাড়িবে যন্ত্রনা;
ক্রোধিত তেমন, ক্লান্ত ভুজঙ্গ বাগানে,
ফণাধারী হয়ো, ঈর্ষিত হইতে মানা।


ভালবাসো মন, তব হৃদয় জুড়িয়া,
নিজেকে কভু, অবমানিত করিও না;
ধৈর্য রেখো সর্বথা, হয়ে মন মরিয়া,
আঁকো হাসির রেখা, বেদনা যে কল্পনা।


সাহায্য করো সবে, দুইহাত ভরিয়া,
সুযোগ সন্ধানীর নিয়ে, করো ভাবনা;
আশা করো সম্পূর্ণ, তব চক্ষু খুলিয়া,
জেগে স্বপ্ন দেখার মতো, আশাতে মানা।


মোহেতে যে সর্বসুখ, করিয়া বিশ্বাস;
সর্বকুল যে যাবে, যাবে একা নিশ্বাস।


১১/১০/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক