উপদেশ-২ (স্বতন্ত্র সনেট)
     প্রফেসর ড. রাজু ভৌমিক


যতটা আবেগ দিয়ে, ভালবাসো তবে,
তত আবেগ দিয়ে, সংসার নাহি হবে;
  বিদ্যাহরনে বড়, কল্পনার ভূমিকা,
আবেগ ছাড়া কল্পনা, কেবলই একা।


শুধু ভুলে ভুলে হয়, জীবনের শিক্ষা,
ভুলই জীবন গুরু, দেয় কত দীক্ষা;
এ জীবনপথে কত, ভুলের ব্যর্থতা,
ভুলহীন এ জীবনে, নেই সফলতা।


সুখের পিছনে ছুটে, ব্যর্থ এই মন;
সুখ পাখির কভু, নাহি হয় অর্জন;
তব নিশ্বাসে দেখো, সুখের সে প্রমান,
নিশ্বাসহীন দেহটি, কেবলিই ম্লান।


প্রজাপতির পিছে, বেলা নষ্ট না আর;
যে ফুল বাগান করে, প্রজাপতি তার।


১১/১১/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক