উপদেশ-৩ (স্বতন্ত্র সনেট)
      প্রফেসর ড. রাজু ভৌমিক


  যে অভাগা হাটতে, সর্বথা ভয় পায়,
পোড়া কপাল তার, গন্তব্য না পুরায়;
  দেখিবে সে কত, মানুষের পথ চলা,
অনুসরণ না, বাড়ায় হিংসার জ্বালা।


আপন দুঃখের ভাগ, শুধু যে আপনে,
অন্যের নিকট প্রকাশে, মজা সমানে;
মজার অন্তে করে, সে কত উপহাস,
সময়ে করে আঘাত, সামনে নিবাস।


মস্ত বলী নয় সে, যে লড়ে সর্বক্ষন,
সেই বলী, যে করিবে ক্রোধ নিয়ন্ত্রন;
যে ক্রোধের নিয়ন্ত্রন, করিতে না পারে,
ক্রোধী মানবের দ্বন্ধ, জ্বালায় তাহারে।


মোহমেঘে লুকিয়ে, যদি হয় জীবন;
বৃষ্টিকনা হয়ে পানি, পাত্রের ধারন।


১১/১৬/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক