উপদেশ-৪ (স্বতন্ত্র সনেট)
      প্রফেসর ড. রাজু ভৌমিক


ভবে সুখী সে জন, সর্বথা নিন্দা শুনে,
সংশোধন করে যে, তার আপন মনে;
  নিন্দায় প্রভাবিত,  শুধু দুর্বলমনা,
সৎ ব্যক্তির অনিষ্ঠ, নিন্দুকে যে পারেনা।


  ঘরে সুখী সে জন, সর্বথা কর্মজ্ঞানে,
  পান্তার পুষ্টি জোগায়, ক্লান্ত পরিশ্রমে;
  পান্তাই ধর্ম, ও সে সর্ব শক্তির মূলে,
  লন্ডভন্ড এ সংসার, পান্তার বিফলে।


পথে সুখী সে জন, সর্বথা চলমান,
পেছনে না ফিরে,  যত হোক পিছুটান;
  বীরের মত, একবুক সাহস নিয়ে,
জয়ের লক্ষে পৌছায়, যে বুক ফুলিয়ে।


এখন সুখী সে জন, যে থাকে নিশ্চিত্বে,
কর্মফলের আশা, কভু নাহি ঐ চিত্তে।


১১/১৮/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক