ভাব তরঙ্গে (স্বতন্ত্র সনেট)
     ড. প্রফেসর রাজু ভৌমিক


সর্বদা ভাব তরঙ্গে, ভাসি আমি রঙ্গে,
মনের মানুষটা হলো, তাই অজানা;
মন হেসে-খেলে চলে, সে যে কত ঢঙ্গে,
হৃদয়পুরে গো দুঃখের, নেই সীমানা।  


  সর্বদা ভাব তরঙ্গে, ব্যস্ত সর্বসঙ্গে,
তারে খোঁজার সময়, তাই পেলেম না;
আমি বার্ধকে এসে, শীতে কম্পিত অঙ্গে,
জীবনের হিসেব বুঝি, আর মিলে না।


   সর্বদা ভাব তরঙ্গে, এ শরীর ভেঙ্গে,
তারে খোঁজার সে শক্তি, আর পেলেম না;
আমি অজ্ঞাত রোগে, ভুগি যে বিকলাঙ্গে,
তারে ধরার সাধ্য কি, আমার হবে না?


তারে চেয়ে চেয়ে, ঘুরি যে পাগল হয়ে;
হবে কি তারি মিলন, ভাঙ্গা এ হৃদয়ে?


১০/২৬/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক