একুশের গান (স্বতন্ত্র সনেট)
           রাজুব ভৌমিক


বুকের তাজা রক্তে, লিখলে বর্ণমালা,
যে ভাষায় মাকে, মোরা ডাকি সারাবেলা;
ও, সেই বাংলার লাগি, রমনার পথে,
বুকের রক্ত দিলো, সালাম বরকতে।


তোমাদের রক্তে হলো, খাঁটি বাংলাভাষা,
রাখিলে বাংলার মান, বাংলার প্রত্যাশা;
ও, সেই বাংলার লাগি, বাংলার উপরে,
  বুকের রক্ত দিলো, রফিক ও জব্বারে।


  যে ভাষা মোর মনের পিপাশা মেটায়,
  সেই ভাষার লাগি, এরা প্রাণ বিলায়;
  ওগো, এমন ত্যাগ কভু দেখেনি বিশ্ব,
সবিই দিতে জানে, কে বলে এরা নিঃস্ব?


ভুলিবো না কভু, তোমাদের এই দান;
মিশে আছো এ হৃদয়ে, মিশে এই প্রাণ।


০২/২১/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক