মোহ (প্রেত্রাকীয় সনেট)
      ড. প্রফেসর রাজু ভৌমিক


উল্লসিত মন স্বপ্নে/ মোহিত আমি না,
মোহ আমার দু’চোখে/ চিরস্থায়ী মনে,
প্রত্যহ তোমাতে আমি/ জড়ি আলিঙ্গনে।
অতিতর সুখে ভাসি/ সবি যে কল্পনা ।


   সুমধুর স্বপ্নজালে/ কত সুখ হবে,
সর্বত্যাগে ছুটে যাবো/ করোনা গো মানা,
  বর্তমান ব্যতিক্রম/ ভবিষ্য অজানা।
সুখ হবে ধরাশায়ী/ মুল্য নিলে নিবে।


নেশায় মোহিত মন/ সম্পদের মোহে,
  পরস্ত্রীর রূপে মোহ/ নাহি সাধুসঙ্গে,
  মোহের মোহে প্রত্যহ/ দর কষাকষি,
হারিয়ে মন নেশাতে/ ক্লান্ত সর্ব দেহে।
ঐই রূপের মায়াতে/  মরি বিকলাঙ্গে।
ক্ষনিকের মোহে আমি/ দুখে করি কৃষি।


১০/০৯/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক