বকসিপুকুর (স্বতন্ত্র সনেট)
     ড. প্রফেসর রাজু ভৌমিক


তীব্র শীতে  বসি, এক গাছের উপুর,
ভাবি বুঝি  স্নান, হবে এ ভরদুপুর;
উন্মুত্ত গায়ে কম্পিত, ডাকি হে ঠাকুর,
জানো কত গভীর, এ বকসিপুকুর?


বাল্যসাজ্ঞী হে পুকুর, জানা অজানায়,
কত খেল্লুম মোরা, তোরই  কিনারায়;
সবি মিলে সাঁতারেতে, এপার ওপার,
তোর মতো সুবন্ধু, এই জগতে ভার।


অতিষ্ঠ গরমে মোরা, তোর সুবাতাশে,
ক্লান্তিতে কতই, ঘুমালাম তোর পাশে;
আবার ঝাঁপিয়ে, পড়তুম তোর মাঝে,
তুই সব দেখতি, আর হাসতি লাজে।


বকসিপুকুর, তোকে খুব মনে পড়ে;
ক্লান্তসার দেহটি, রাখিবো তোর নীড়ে।


৭/২৮/২০১৮