হৃদয়ে বাংলাদেশ (আয়না সনেট)
             রাজুব ভৌমিক


   স্বপনে স্বপনে, অন্তরজুড়ে সতত,
আজীবনে বয়ে, গঙ্গাধারা অবিরত;
সারি সারি গজারি, রূপ কত তোমারি,
কাছারি কুঁড়োঘর, শান্তির মহামারী।


ঘেষে কোল পাহাড়ের, শুয়ে চা-বাগান,
মেষে মাঠে মাঠে, মিশে ঘাসে অসমান;
কেহ নাহি জানে, কত জ্বলি অনুভবে,
দেহ মোর অন্যত্র, অশ্রু ঝরে নিরবে।


রূপালী মাছেরা, আনন্দে মাতায় নদী,
অলি গানে গানে, নাচে সানন্দে দ্রৌপদী;
সবুজ শ্যামল স্নিগ্ধতা, রূপসী বাংলা,
অবুজ মনখানি, নাহি বুঝে গো জ্বালা।


যতদিন না দেশে, ফিরে আসিব শেষে,
  কঠিন মৃত্যু, বঙ্গচিন্তায় পরিশেষে।


০৬/১৫/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।