বাঙালি (স্বতন্ত্র সনেট)
            ড. রাজু ভৌমিক


বাঙালি, সে অনুকম্পা, ব্যথীত মনের,
    সহানুভূতির তির্যকরুপ যাদের;
অধিজাত্য দেশপ্রেমী, দিতে জানে প্রান,
এমন কেউ আছে বাঙালির সমান?


অসিতচর্ম সে, তার মুখভর্তি হাসি,
অবাক বদনে চাহে, অনামা বিদেশী;
  ধর্মমূঢ়বুদ্ধিহীন, রাখে সর্বে মান,
এমন কেউ আছে বাঙালির সমান?


   অন্তর্মনস্কি, সে আবার বহির্মনস্কি,
ভেদাভেদ নাহি, হোক না দেশ-বিদেশী;
স্বতন্ত্র সে গুজবে, দেয়না কোনো কান,
এমন কেউ আছে বাঙালির সমান?


অঙ্গোঞ্চ পোশাকে, চলা যে তার অবাধ,
    বিশ্বনীড়ে তাদের কতইনা সুবাদ।


৮/১৪/২০১৮
ম্যানহাটন, নিউইর্য়ক