বঙ্গাত্মা শেখ হাসিনা  
            (তৃতীয় মাত্রা সনেট)
                রাজুব ভৌমিক


বাংলার বিপ্লবী আত্মা তুমি বাংলার ঘর
   তব মহিমায় জ্বলে সংগ্রামী সাধারণ  
  সংগ্রামের মাতা তুমি জোয়ানের চত্বর    
   সমান অধিকারের সমান উচ্চারন।


  গরীবের মাতা তুমি দারিদ্রের পাতিল  
  ফুটিয়ে উঠোনে বসে ক্ষুধার নিবারণ
  তব ভরসায় ক্লান্তি মেটায় অনাবিল
   বিন্দু বিন্দু পিপাসার হয় অপসারণ।


  শত দুর্যোগের মধ্যে অটল প্রাণ তুমি
   কত স্বপ্ন বুনে চাষী সর্বস্ব বিসর্জনে
  নিবিড় মনে রোপন কিসের জলাভূমি
শক্ত মনে তারা নামে তোমার আহবানে।


  বাংলার আবেগ তুমি সাহস ঘরে ঘরে
কোটি কোটি মানুষের তুমি শান্তি অন্তরে
    রইবে জীবন ধরে ধরিত্রীর উপরে।


০৯/১৭/২০২১
কপিরাইট © ২০২১ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক



তৃতীয় মাত্রা সনেট: বাংলা সাহিত্যের সনেটগুলো সাধারণত অক্ষরবৃত্ত ছন্দে রচিত ১৪ মাত্রা বা ১৮ মাত্রার সনেট। কিন্তু তৃতীয় মাত্রার সনেটগুলো অক্ষরবৃত্ত ছন্দে ১৫ লাইনে রচিত, ১৫ অক্ষরের, ১৫ (৮+৭) মাত্রার সনেট, মিলবিন্যাস: তিনটি চতুষ্ক (কখকখ, গঘগঘ, ঙচঙচ) এবং একটি ত্রিপদী (ছছছ)।