বাপা ( স্বতন্ত্র সনেট)
     ড. প্রফেসর রাজু ভৌমিক


বাপা, হে ভাতৃদ্বয়, সুপ্রভাত তোমারে ;
কত সৌহার্দ্য তব, বয়ে মূষলধারে
সুমনেস্থাপিত তোর , সাধনার ফল ;
পনেরোই জন্ম, এ মানবতার ঢল।


বহুদল দেখিলুম , বাপাই ব্যাতিত ;
ট্ৰাফিক , পুঁলিশ, এবংদের কল্পতীত .
সম্মেলন , বনভোজোন সৰ্বাবকোর ;
এমন একতা আমি দেখি নাই আর।


শামসুলে স্থলাভিষিক্ত এই সুজাত ;
কবির , তারেক , রহমানদের হাত .
একনিষ্ঠতায় মুগ্ধ , মজি প্রেরনায় ;
বহুদিন টিকে থাকবে এই অভিপ্রায় .


একতার রুপ তুমি , এ আমার ইচ্ছা ;
তুঁমি ভাল , তুমি মন্দ , আর সব মিছা .


                               ৭/১৮/১৮
                        ০২:১৬ মধ‍্যরাত