প্রিয়তর্ষী প্রিয়াঙ্কার (স্বতন্ত্র সনেট)
       ড. রাজু ভৌমিক


সতত বর্ণহীন সুবর্ণ কল্পকন্যা
ঘোষিত আগমন ভবে, মোর অনন্যা,
শিশির শিহোরিত পেয়ে স্পর্শ ইহার,
লাজুক বদনখানি দেখি বারংবার।


স্বর্গমুখী সুমনাভিভূত অলঙ্কার
অনুপ্তা কহি তারে রাজশ্রী প্রিয়াঙ্কার
জন্ম হয়নি মোর পূর্বে তব দর্শন,
নিরানব্বই ডিসেম্বরে মনোহনন।


চন্দ্র লোকের উজ্জ্বলরূপ তোমারই
মোর কাঙ্গাল হৃদয় প্রেমের ভিখারী,
প্রকৃতি হিংসায় কহিল আমার প্রিয়ে
ইচ্ছে মোর তবো শুধুই করিবো বিয়ে।


ঝর্না অপলকে কহে ছাড়িয়া নিঃশ্বাস,
প্রেমপূর্ণ মন তোমার মোর বিশ্বাস।


০২/২০১১, নিউইর্য়ক।