রূপভ্রমে (স্বতন্ত্র সনেট)
     ড. প্রফেসর রাজু ভৌমিক


  তব মুখমন্ডলে, চাঁদের মত হাসি,
অন্তরের শোভা নাহি, শুধু মাংসপেশী;
  ঘুমন্ত চৌকিতে, তব শ্রী বদনখানি,
রূপবতী তুমি, সম্রাজ্ঞী বা কাঙ্গালিনী।


তারার মতো, তব উজ্বল দুটি আঁখি,
মায়ার ভ্রমে অন্ধ, ঝকঝকে জোনাকী;
মম চিত্তে তব মায়ায়, আঁখি মুন্জিয়া
  তব রূপ দর্শন, বৃথা মোর যে হিয়া।


প্রেম বৃথা জীবনে, চক্ষু জলে ভিজিয়া,
প্রথম এলো, দ্বিতীয়তা গেলো কান্দিয়া;
  যখুনি প্রেমে পড়ি, হয় প্রথম প্রেম,
হোক সে পঞ্চতম, মন তোমা দিলেম।


  রূপবতী তুমি, তব রূপের মায়াতে;
সাধের প্রেম কি মিঠে, শাশ্বত তোমাতে।


০৯/২৮/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক