ভিক্ষাং দেহি (স্বতন্ত্র সনেট)
       ড. প্রফেসর  রাজু ভৌমিক


দেখিনু সেদিন, আমি ইটন সেন্টারে,
হাত বাড়িয়ে ভিক্ষা, সে হৃষ্টপুষ্ট ভারে;
কত ভিক্ষুক দেখি, সর্ব কঙ্কালসার,
  আপাদমস্তক শরীরী, দেখি এবার।


‘ভিক্ষণং ভবতি দেহি’, এ তেমন নহে,
‘কুঁড়ি ডলার চাই’, পাঁচ কিভাবে সহে!
নাহি ক্ষত্রিয় বা বৈষ্ণু, ও কৃষ্ণ মহিলা;
পঞ্চ ডলারে মুহম্পর্শ, অগত্যা জ্বালা।


পঞ্চ ডলার ভিক্ষা, ওর মন যে ভার,
মনে মনে বলি ঠাকুর, করো উদ্ধার?
‘পঞ্চকড়ি, পাগল নাকি!’ বেয়াই বলে,
সবি আছে ওদের, তব কড়ি বিফলে!


ফল বা বিফল, এতে কি গো আসে যায়?
    দিনান্তের পূর্ণকর্ম, করিনু ভিক্ষায়।


৮/১৬/২০১৮
টরন্টো