অর্ধাঙ্গিনী (স্বতন্ত্র সনেট)
         ড: রাজু ভৌমিক
মনোহরিনী অর্ধাঙ্গিনী, বলি তোমায়,
দুর্ভাগা কপাল তোমার, স্বয়ং জুটায়;
পূর্বজন্মের কত পূর্ণ‍্যকর্মের ফলে,
মোর প্রান নিয়ে তাই, এ জীবনে এলে।


অবজ্ঞা, অবহেলায়, এই সংসারেতে,
কাজ-কর্ম, পড়া, সময় মোবাইলেতে,
নেই প্রতিবাদ, নেই বিভাদ, হে মূর্তি,
ধ্বংশ তোমার জীবন, শূন্য তাই ফূর্তি।


আর্চমাতা, মমতায় ঢাকা, হে হরিণী
এ ছোট্ট নীড়ে, তুমি আমার অন্নপূর্ণী।
বাপের ঘর ছেড়ে, হইলে ঘরান্তর
দুঃখ আর কষ্টের নাহি তোর অন্তর।


নারী কিংবা অবলা বলি অনেক কিছু,
আমার জগৎ চলে তোমার পিছু পিছু।


                      ৭/২২/২০১৮