বৈশাখ এলো (স্বতন্ত্র সনেট)
              রাজুব ভৌমিক


বৈশাখ ডাকে মোরে, পাকা ধানের গন্ধে,  
কোকিলের কলতানে, সুরের প্রবন্ধে;
  রাখালের বাঁশিতে, কৃষ্ণচুড়ার ঠোঁটে,
কিষানের হাসিতে, শান্তির বার্তা রটে।


বৈশাখ ডাকে মোরে, ঢাক-ঢোলের শব্দে,
পান্তা-ইলিশের স্বাদে, বাঙালির অব্দে;
বাসন্তী রঙেতে, প্রকৃতি সাজে লজ্জায়,
  হাসি মুখে দেয়, পুরোনো বর্ষ বিদায়।


হে পহেলা বৈশাখ, দাও গো তুমি মোরে,
  আত্মশুদ্ধীর বল, না দেখি যেন ফিরে;
   নাহি যেন ভেদাভেদ, সকলে সমান,
   সবার যেন মিলে, দু:খের পরিত্রাণ।


  যান্ত্রিক জীবনের আজ হোক আসান;
  গাহি মিলে মোরা শুধু বৈশাখের গান।


০৪/১৪/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক