পুরুষ এক মাংসাশী প্রাণী
             রাজুব ভৌমিক


    আঁধারের কোমল কোলে বসে
দেহযজ্ঞ রচনায় এক অচেনা যুগল
     নেই তাদের অন্য ভাবনা
    নেই কোন সচেতন প্রত্যাশা  
   শুধু মাংসের উৎসব উৎসাহে
প্রকৃতির মেঝেতে রচনা হচ্ছে
         বুকের পশম ধরার মুহূর্ত
   লোলুপ জিহ্বার তৃষ্ণার্ত স্পর্শ
আবার সুখের শক্ত আঁখ
            প্রকৃতি মেশিনে পিষে
রসময় প্রকৃতির সময় যেন আরো রসময়
এই রস বিক্রীতে যে তার সংসার চলে
       তা ছিল না চাষীর জানা।


         চাষীর নেই অন্য ভাবনা
       সে জানে সে একজন পুরুষ
   আর পুরুষ যে এক মাংসাশী প্রাণী
   সিংহের চেয়ে পুরুষই বা কম কিসে
আইফোনের বিন্দু আলো হঠাৎ উঁকি মারে
             আঁধার সরিয়ে যায়
কামমুখে যুগলের মুখে এ কোন লজ্জা?


০৩/১৮/ ২০২২
কপিরাইট © ২০২২ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক