জীবনের বিড়ম্বনা (স্বতন্ত্র সনেট)
            ড. রাজু ভৌমিক


ক্ষুধার জ্বালায় জ্বলি, দরিদ্রের মতো,
স্বপ্নপূরে বাস, মধ্যবিত্ত সে নয়তো;
রোগে আশুক্লান্ত, উচ্চবিত্তের সমান;
ভাগ্য বিড়ম্বনা! আত্মনীয়তা যে ম্লান।


অমেয়া মনটি, বাল্যকালের স্বরুপ,
কর্মপূর্ণ যৌবনে,  আত্মবর্গ বিরুপ;
বার্ধকে এসে তাই, আমি অবসা খুজি;
সময়ান্তেও বিড়ম্বনা!  কাটেনি বুঝি?


পৌরষত্য গর্বে ভাসি, মোরা অভঙ্গুর;
সৃষ্টির সেরা নারী! সৌন্দর্যে ভরপুর!
অমিতি কেউ আবার, রূপ বদলায়,
সার্জারী করে বদন, বিশ্বকে দেখায়।


ছোট্ট এই জীবনে, পূর্ণ যে বিড়ম্বনা!
  ঈশ্বরপ্রদত্তে করি শান্তি বিবেচনা।  


০৯/০৯/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক