ভেড়াবৃত্তি (স্বতন্ত্র সনেট)
    ড. প্রফেসর রাজু ভৌমিক


যেই জন করে, অন্যের অনুসরন,
মিছা জীবন ইহার, হবে অনুকরন;
তব সৃষ্টি ভবে, তা সৃষ্টির প্রসারণ,
কখুনি উঠবি জেগে, ও সর্পসয়ান!


রবিঠাকুর করে, কালীদাশের দাস,
শামসুরের তা, ভাষানী ও যুদ্ধলাশ!
প্লেটোর অনুসরন, গুরু সক্রেটিস,
এরিস্টটলের ‘প্লেটো ত্বত্ত’ কি জানিস?


অনুপ্রেরনাই শক্তি, নহে তাক্বলীদ,
নব্য চেতনায়, জাগো না গো শিক্ষাবিদ;
তরুণ সর্ব চাহিয়ে, গুরু তব কৃত্তি,
পাল্টাও এ খোলস, করোনা পূর্নবৃত্তি!


জন্মেছি  নিরুপায়, হবে মৃত্যুবরন,
স্বার্থক সেই, করেনা যে অনুকরন।


৮/১৯/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক