“ব” ( বঁধুয়া)
          টটোগ্রাম সনেট
          রাজুব ভৌমিক


বঁধুয়া বিনে বিরহ বন্যা বুকে বহে
বাউল বয়ানে বড্ড ব্যথায় বিরহে
বদনে বিবর্ণতা বুকেতে বিভাজন
  বন্দনায় বঁধুয়া বুকে বর্ষা বরণ।  

বাতাসে বহিলো বহুবিধ বিলাসিতা
বাশের বাঁকে বিরহ বাঁধে বাগদত্তা
বাদলের বারিধারা বইছে বুকেতে
বঁধুয়া বিনে বেড়ায় বিহঙ্গ বনিতে।


  বিভোর বনমালীর বিরহে বিশ্বাস
  বুঝিলো বিকেল বিলীন বিলাস
বিলম্বের বিলাপে বাঁশিতে বনমালী
  বিলুপ্ত বাদল বদনে বিরহ বালি।


বিধি বিরল বঁধুয়ারে বাহুতে বেঁধে
  বুকফাটা বিরহে বেদনার্ত বিবাদে।  
    


০৩/২২/ ২০২১
কপিরাইট © ২০২১ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক