অমানুষের দল (আয়না সনেট)
           রাজুব ভৌমিক


করিস তোরা মানুষ, সন্তান পড়িয়ে,
ধরিস কষে গুরু, ঘুষের টাকা দিয়ে;
ভাগিদার হও, প্রশ্নফাঁসের বানিজ্যে,
অঙ্গীকার বাক্য মারো, দুর্নীতি ঐতিহ্যে।


  দুর্নীতির টাকা নিয়ে, গড়ে মসজিদ,
শিশির মান পুণ্যে, হও নাস্তিকবিদ;
দাও গালি জোরে, সর্ব নাস্তিক বলিয়া,
খাও সারাবেলা আর হাসো ঘুষ নিয়া।


রাজাকার বলিয়া ধিক্কার, মঞ্চে দাও!
আকার শূন্য মগজ, জগত শাশাও;
কথায় কথায় ঘৃনা, দেশকথা হলে,
অন্যায় দেশলুট, সবি তুই করিলে।


অমানুষের দল তোরা মানুষরূপী;
সাম্যের গানটি গাও, ঈর্ষার সরূপী।


০৬/০১/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিকে থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।