সংসার কাব্য-১২ (স্বতন্ত্র সনেট)
      রাজুব ভৌমিক (রাজু)


মনের হেতু, সুখ-দুঃখের অনুভূতি,
মায়ায় আচ্ছন্ন হয়ে, জীব ভুলে স্মৃতি;
ভুলে জন্ম কায়, রচিত বদ্ধ জীবন,
  নিত্যবদ্ধ জীব, তা মনেরই কারণ।


মনুষ্য মন, সব চাইতে শক্তিশালী,
নামায় সংসার সমুদ্রে, দিয়া সে ঠেলি;  
ইন্দ্রিয়তৃপ্তির চেষ্টা, সে হইয়া মগ্ন,
সর্বগ্রাসী তাই, মানে না কবহু লগ্ন।


দেহ আকৃতি, মায়া ও মুক্তির কারণ,
সংসারে ইন্দ্রিয়সুখ, কেবলি তা মন।
যথা মন সংসারে বন্ধনের কারণ,
তথা মন জীবন মুক্তির আচরণ।


  মন-ইন্দ্রিয়গুলি, যদি হয় পবিত্র;
মুক্তিলাভে সাধুসঙ্গ, ভুলিয়া অস্তিত্ব।


০১/৩১/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক