সংসার কাব্য-১৩ (স্বতন্ত্র সনেট)
      রাজুব ভৌমিক (রাজু)


পত্নী বিনা পুরুষের, বন্ধ গতিপথ;
পত্নী মায়া, পত্নী ছায়া, পত্নীতে শপথ।
  পত্নীহীন পুরুষ, বালকের সমান;
হোক সে করিলো জয়, নীল আসমান।  


পত্নী সতি, পত্নীর গতি, বলা দুরূহ;
পত্নীর রক্ষা বিনে, পতি হাবা বিগ্রহ।
পত্নী রক্ষিত হলে, রক্ষিত এ সংসার;
সুপত্নী সর্বতে, পতি মেলা বড় ভার।


নর মিলে পথে-ঘাটে, পতি মেলা ভার;
   পত্নীর ভরণপোষণ, পত্নী উদ্ধার।
  সে এক মস্ত বালক, যে করে বিবাহ;
  জেনে অক্ষমতা, পত্নীর ভর দুরূহ।


পত্নীতে সৃষ্টি সংসার, পত্নীতে প্রণয়;
পত্নীহীন পতি কান্ডে, লঙ্কাসম ভয়।


০২/০১/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক