সংসার কাব্য-১৪ (স্বতন্ত্র সনেট)
       রাজুব ভৌমিক (রাজু)


পুরুষ বটবৃক্ষ, ছায়াতে তার নারী;
শস্যক্ষেত্র নয়তো কভু, নারী সংসারী।
পুরুষ নারীর সাথী, নহে তার কর্তা,
সমান ভালবাসায়, প্রণীত বিধাতা।


ভোগ্যবস্তু নহে নারী, নারীতে সম্মান,
  সর্বধর্মে এক কথা, প্রণালী বিধান।
পুরুষের মহিমা তা কেবলি সে নারী,
পত্নী পাতি নহে, পতির প্রেম ঐশ্বরি।


পতি স্বামী (প্রভু) নহে, সমানে সাদৃশ্য,
ব্যতীত কুসংস্কার, করিবে তা অদৃশ্য।
পতি খেলে পত্নী, খাওয়ার অনুমতি,
এমন কাপুরুষের, কুচক্রে নিয়তি।


“স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত”,
  ধর্ম ব্যবসায়ীদের, ব্যবসা মূলত।


০২/০২/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক