সংসার কাব্য-১৭ (স্বতন্ত্র সনেট)
          রাজুব ভৌমিক


চাওয়াতে ঘুরে মানুষ, সে পাবে বলে,
উপদেশ দেয়, সে মন ক্ষতি চাহিলে;
না পাবার শঙ্কায়, অদৃশ্য তারা হয়,
হিংসাতে উপদেশ, বলে চায় বিজয়।


পাওয়াতে ঘুরে মানুষ, সে বন্ধু বেশে,
অকথ্যে ফোকলা দাঁতে, মরে হেসে হেসে;
না পেয়ে কষ্ট বুকে, তারা কুৎসা রটায়,
‘জঘন্য লোক সে, বলেছি বন্ধু আমায়’।


দলবেঁধে দু:খ আসে, পালায় স্বজন,
সুখের সীমাতে, দেখবি আপনজন;
  নির্মল হাসি যায় অভাব বেদনায়,
যেন বৃষ্টিতে ভেজা কাপড় না শুকায়।


করেনা কিছু মন, স্বার্থের বিপরীতে,
উজাড় করে দেয় সবি, লালসা পেতে।


০২/২৪/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক