সংসার কাব্য-৬ (স্বতন্ত্র সনেট)
     রাজুব ভৌমিক (রাজু)


আত্ম প্রতীতির স্ফীত পূর্ণতাই জ্ঞান,
জীবের তাতে সিদ্ধি, হয়ে অাসক্তি ম্লান;
জড় আসক্তির মুক্তি, তা জ্ঞান প্রভাবে,
  ফলে সে সরূপে, স্বীয় দর্শন মিলবে।


  সরূপে স্বীয় দর্শনে, মুক্তি বন্ধনের,
উপলব্ধি তার, পরম আত্মা অংশের;
ধরাতে ‘সর্ব জীবস্য স্বীয়-দর্শনম,’
স্বীয় দর্শনের দ্বারা, জীব বুঝে ‘মম’।


প্রকৃত জ্ঞান অন্বয়ে, অহঙ্কার মুক্ত,
সাধুর পেছনে সর্ব, সাধুতে আসক্ত;
জ্ঞান ও আত্ম প্রতীতি, সে তো আবশ্যক!
বিনে তাহা, জড় জগতে শ্বাসরোধক।


  এ জগতে যদি হয় ভ্রান্ত পরিচিতি,
মায়ায় আবদ্ধে জ্বলে, নেই সদগতি।


০১/০৮/২০১৯
কপিরাইট © ২০১৯ রাজু ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক