সংসার কাব্য-৮ (স্বতন্ত্র সনেট)
       রাজুব ভৌমিক (রাজু)


শ্মশানে দেখি জ্বলে, জীবের অহংকার,
ব্যস্ত আমি দিনেরাতে, ঘোছাতে সংসার।
যেতে হবে একদা, হেলেদুলে শ্মশানে,
সাধের মানব জন্ম, ধ্বংস প্রতিক্ষনে।
  
মানব কল্যাণে উন্মেষিত সেবাশ্রম,
   মুক্তি দুরূহ মূর্খ জীবের, উদগম
ধ্রুব, তত্র অতি উচ্চ কুলে দেহান্তর,
নচেৎ দেব কুলে জন্ম, কর্মফলান্তর।


দেহত্যাগে নাহি ভববন্ধন নিবৃত্তি,
একটু সাধু সন্ধানে হইতো কি ক্ষতি?
প্রকৃতি গুনের সঙ্গ প্রভাবে, অভ্যেতি!
উচ্চ-নীচ যোনিতে, দেহান্তরিত প্রতি।


বিরামে বুয়েন্স আয়ার্সে, চিতা দেখিয়া;
জ্বলে আগুন এ বুকে, ধরিত্রী থামিয়া।

০১/১৩/২০১৯


বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা