শারদীয় দূর্গা পুজা (স্বতন্ত্র সনেট)
      ড. প্রফেসর রাজু ভৌমিক


শরতের বৃষ্টিভেজা, মেঘলা আকাশে,
শিউলি ফুলের গন্ধ নিয়ে, মা আসছে;
তোরা কোথায় সব, দেখ কাশ বাগানে,
  কত ফুলের খেলা, মায়ের আগমনে।


কাশ ফুলের সঙ্গী, বাসন্তী দূর্গা মাতা,
নিয়ে ভবে কত, ত্যাগ-আনন্দের বার্তা;
আশ্বিন মাসের শুক্লপক্ষে, মা’র পূজা,
সর্বসম মা’র কাছে, রাজা কিংবা প্রজা।


  গোত্র-বর্ণহীন, এ পুজা সার্বজনীন,
  ও মহালয়া থেকে, সন্ধি পুজার দিন;
  চারিদিকে যে কত, বাজে ঢাকের সুর,
  নৃত্য, গান-বাজনা, সে কতই মধুর।


  মায়ের পূজা হয়, সে সহস্র মন্দিরে!
  পুজা কাটুক তাই, সবার মন ভরে।


১০/১৩/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক