সবি হবে পর (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


গড়িয়া দালানঘর, মনে বুঝি জ্বর,
বসিয়া ভাবি এখন, সবি হবে পর;
রবে সবি ভবে, ক্লান্ত তাই আমি ভেবে,
যাবে না কিছু মোর, পর সবি গো হবে।


বন্ধু বান্ধব মিলে, আছে যত আত্মীয়,
সিন্ধু চাহিবে সর্ব, হবে সবি অশ্রেয়,
সবি মিলে কাঁদিয়া, যেদিন যাবে প্রাণ,
দিবি গড়িয়া ঘর, দিবি মাটির ত্রাণ।


মোর গো দেহখানি, পঁচে যাবে সেদিন,
ভোর তাই হবে, মোরে ভুলে প্রতিদিন;
তোমরা সবাই মিলে, আনন্দ বাসরে,
ভোমরা যেমন ফুলে, ভুলিবে গো মোরে।


দেহের পাখি যাবে, কেন বিধি মায়ায়;
বিহরের কষ্ট মোর, না কাটে আমায়।


০৫/১১/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিকে থেকে পড়া যাবে। এই কবিতার বিশেষত্ব হচ্ছে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ,ছছ অন্তমিল নিয়ে সাজানো।