চক্ষুদান ( রাজুব ভৌমিক)


তব রূপে মোহিত হৃদয়   চঞ্চল হিয়া মোর বাসনায়
তব প্রত্যাখ্যানে বারবার   চেয়েছে মন শুধু তোমায়
চাহিলে যত তুমি অবিরত   দিলাম তাই শত শত
  উড়ে চলে গেলে তবু    তুমি মৌসুমী পাখির মত।      


তুমি চলে গেলে বহুদূরে,  নিয়ে সাথে মোর আঁখি—
কাঁদিতে না পারি কিঞ্চিৎ    তাই আঁধার হইলো সাথী।
   তোমারি প্রেমে করিনু      আমি মোর চক্ষুদান
    কেন ভুলে চেয়েছি        হইতে আমি তব সমান
     রাতের গভীরতায় মিলে তাই দু:খ একাকী।


        হিয়ার বন্ধন মিলে    করিলে দৃষ্টি বিনিময়
তব পানে চাহিনু অবিরাম    ছিল না তাই একটু ভয়
           বুঝিনি কভু তুমি আমারে ভালবেসে
  চাইবে মোর আস্ত হিয়া   আঁখি মোর তুলিবে হেসে
    হাতির ওজনে বুকে চাপ দেয় এখন নিষ্ঠুর সময়।



০৮/২০/ ২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক