রূপসী বাংলার শরৎ (স্বতন্ত্র সনেট)
         ড. রাজু ভৌমিক


রূপেলাবণ্য তুমি, এলে বর্ষার শেষে,
রাঙা হয়ে তাই, বর্ষণক্ষান্ত আকাশে;
তব আগমনে, বাংলার ছোট্ট দোয়েল,
বলে “করি কলরব, ও ভাই  কোয়েল”।


প্রভাতে সূর্যের রশ্মি, দেখি নদীপাড়ে,
একটু দেখি বলে, শেফালি ঝরে পড়ে;
শিশির পড়ে, দিয়ে পরিতৃপ্তির হাসি,
অপরূপ বাংলা, এ যেন এক রূপসী!


  ফুরফুরে শুদ্ধ হাওয়া, বহে সন্ধ্যায়,
  কাশবনে চাঁদ মামা, কিরণ বিলায়;
জ্যোৎস্নাচ্ছন্ন রাতে, যাই যাত্রা কবিগানে,
পাড়ার নর-নারী, মজা করে সমানে।


শরৎ সৌরভে, সর্ব আনন্দের সুবাস;
হৃদয়ের ঋতু সে, বাঙালীর বিলাস।


০৯/১৬/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক