মিছে অহংকারে (স্বতন্ত্র সনেট)
      ড. প্রফেসর রাজু ভৌমিক


  চারিদিকে কূটমান, শুন্যের উপরে
স্বল্প পেলে মন, ডুবে মরি অহংকারে;
খালি হাতে, একা পথে, অন্যের ভিটায়,
  কেন মিছে মন, অহংকারে কাতরায়।


চলে মন হাটিয়া, অন্যের চিতা জ্বলে,
মুছকি হেসে ভাবে, এ নশ্বর শরীলে;  
কত বল মোর দেখ, তুই অভাগারে,
তাই ভেবে মন, ডুবে মরে অহংকারে।


অন্যের দুখে মন, অতি প্রশন্ন হয়ে,
কভু নাহি হবে মোর, কাঁপি নাহি ভয়ে;
অভাগার দল, হে আমি ভাগ্যবিধাতা,
কপালে ছিলে তোদের, সর্ব জুতাপেটা।


আমি সর্ব, আমি সত্য, সবই কল্পনা;
চক্ষুমেলে চেয়ে দেখ, সবি হবে জানা।


০৯/২৭/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক