তিমিরশঙ্কা (স্বতন্ত্র সনেট)
           রাজুব ভৌমিক


থাকিবো নাহি কভু, গভীর অন্ধকারে,
শঙ্কা সে সর্বত্র, জ্বলে বু্কের গভীরে;
আলোহীন আগুনে, জ্বলে মোর নিয়তি,
এমন কি হইতো, থাকিলে মোমবাতি?

   তিমিরশঙ্কায় দেই তামসীর দোষ,
অন্ধ ব্যক্তিতে হিংসা, নেইতো তার শেষ;
আলো-আধাঁর সমান, অন্ধের জীবনে,
   মরি যেথায় ভয়ে, নরাধম সমানে।


  তব গভীরে জাগে মোর মৃত্যুর ভয়,
ব্যাঘ্র ভয়ে যেমন, জঙ্গলে রাত্রি হয়;
আলোক-শিখাতে ঐ সূর্যের কার্পণ্যতা,
আধাঁরে নামে কোন স্বর্গের নিরবতা?
  
অন্ধকারের দোষ দেয়া নাহি উত্তম;
মোমবাতি যেথায় বনে তাহারি যম।


০৪/০৮/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক