চোখের জলে ভাসে (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


স্বর্গীয় প্রেম জেনে, হইলাম উদাসী,
প্রণয় স্বপনে তাই ডুবি দিবানিশী,
হলে স্বর্গীয় পিরিতি, কেন দু:খে মরি,
জ্বলে নয়ন মোর, হলাম অনাহারী।


কত প্রেম করে মেঘ, লুকিয়ে আকাশে,
অবিরত প্রেম-বৃষ্টি, দেখে সূর্য হাসে;
সখিরে প্রেমানলে, শুধুই আমি জ্বলি,
যায়রে প্রাণ বুঝি, তুই কোথায় গেলি।


শিশির-ঘাস করে পিরিতি ধরাতলে,
অবিশ্বাস সূর্যতে, এদের প্রেম চলে;
এসো রচিব কথা, শুধু ভালবাসিয়া,
বসো হিয়াতে মোর, রেখো না কান্দাইয়া।  


কান্নায় ভাসে, মোর পিরিতি সর্বক্ষণ;
বৃথায় কি যাবে জীবন, ভাবে তা মন।


১১/০৬/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।